বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু: পুতিন
বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই বন্ধুত্বের ভিত্তি হচ্ছে সমতা ও সম্মান।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে বাংলাদেশের কাছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি 'ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল' বা ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন পুতিন। তার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভার্চুয়ালি যুক্ত হন।
পুতিন বলেন, বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তার মাধ্যমে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। এরপর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাশিয়া কাজ করছে। বড় শিল্প ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়া সহায়তা করেছে।
রুশ প্রেসিডেন্ট এ সময় আরও বলেন, শুধু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে নয়, প্রকল্পের পুরো সময়কাল বাংলাদেশকে সব ধরনের কারিগরি সহযোগিতাও করে যাবে রাশিয়া। পাশাপাশি জ্বালানিও সরবরাহ করে যাবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সরাসরি ২০ হাজার বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে উল্লেখ করে পুতিন বলেন, এ প্রকল্প বাংলাদেশের বর্ধনশীল অর্থনীতির চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ মেটানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে। যার ফলে দেশের পরিবেশ সুরক্ষিত থাকবে।