দেশে ভ্যাকসিন উৎপাদনে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দিবে এডিবি: কান্ট্রি ডিরেক্টর
দেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাড়াতে প্রস্তাবিত প্রকল্পে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দিতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, চলতি বছরের মধ্যে অনুমোদন না হলে এই প্রকল্পে এডিবির নমনীয় ঋণ অনিশ্চিত হয়ে পড়বে।
বুধবার (১১ অক্টোবর) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠকে এসব কথা জানান এডিবির ঢাকা আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত সভা শেষে যৌথ ব্রিফিংয়ে তারা এ সব তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, ডেঙ্গু, কোভিডসহ বিভিন্ন ধরনের রোগের টিকা তৈরি করা হবে। তাছাড়া ভবিষ্যতের সম্ভাব্য মহামারীর বিষয়েও প্রস্তুতি দরকার।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ আর স্বল্প দামে টিকা কিনতে পারবে না। এজন্য এখন থেকে দেশে টিকা তৈরির সক্ষমতা বাড়ানো দরকার।
তিনি আরও বলেন, প্রকল্পটিতে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দিতে চায় এডিবি। এর অর্ধেক কনসেশনাল ঋণ আর বাকী অর্ধেক নন-কনসেশনাল।
মন্ত্রী এ সময় জানান, প্রকল্পটি দ্রুত অনুমোদন করিয়ে দিতে এডিবি অনুরোধ করেছে। এটিকে ভালো উদ্যোগ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টার কমতি থাকবে না।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এ সময় জানান, গত অর্থবছর বাংলাদেশের জন্য সাড়ে ৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২ বিলিয়ন ডলার স্বল্প সুদে এবং দেড় বিলিয়ন ডলার বাজার দরের কিছু কম সুদের ঋণ।