বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে: ঢাকায় ওআইসি’র ১৪ মিশন প্রধানকে প্রধানমন্ত্রী
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় ১৪টি ওআইসি দেশের মিশন প্রধানদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি বলেন, 'বাংলাদেশ ফিলিস্তিনের পাশে দৃঢ়ভাবে আছে।'
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জরুরি বৈঠকের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর মিশন প্রধানদের মধ্যে ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্কের রাষ্ট্রদূতেরা; ব্রুনাইয়ের হাই কমিশনার; সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মিশর, ওমান, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের চার্জ ডি অ্যাফেয়ার্স বৈঠকে অংশ নেবেন।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণভবনের গেটে সাংবাদিকদের ব্রিফ করবেন।
এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেন, ওআইসি সদস্যদের উচিত ইসরায়েলের ওপর তেল অবরোধ এবং অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করা এবং সমস্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কার করা।
মঙ্গলবার গভীর রাতে গাজার একটি হাসপাতালে বিস্ফোরণে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হওয়ার পরে ক্রমবর্ধমান ইস্রায়েল-ফিলিস্তিনি সংঘাত নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় ওআইসি-এর জরুরি বৈঠকের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
গাজার হাসপাতালে বিমান হামলার পর বিশ্বব্যাপী নিন্দায় সম্মুখভাগে রয়েছে সৌদি আরব।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মিশন-প্রধানের বৈঠকের কয়েক ঘণ্টা আগে বাংলাদেশও ইসরায়েলের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।