সর্বজনীন পেনশন তহবিল থেকে ১১ কোটি টাকা বন্ডে বিনিয়োগ করা হয়েছে: অর্থমন্ত্রী
সর্বজনীন পেনশন তহবিলে জমা হওয়া অর্থ থেকে ১১ কোটি ৩১ লাখ টাকা ১০ বছর মেয়াদি বন্ডে বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (২২ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের বিনিয়োগের উদ্যোগ রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, অনেক দেশই পেনশন তহবিল থেকে পুঁজি সংগ্রহ করে থাকে। আগে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ছিল, এখন পেনশন তহবিল তার বিকল্প।
প্রেস ব্রিফিংয়ে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, এ পর্যন্ত প্রায় ১৫ হাজার ব্যক্তি চাঁদা দিয়ে পেনশন তহবিলে নিবন্ধন করেছেন। রোববার (২২ অক্টোবর) পর্যন্ত তহবিলে ১২ কোটি ৫৪ লাখ টাকা জমা হয়েছে।
'এর মধ্যে ১১ কোটি ৩১ লাখ টাকা দশ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। সুদহার ১০.৫ শতাংশ।'
তিনি আরও বলেন, পেনশন তহবিলে জমা হওয়া টাকা সুরক্ষিত ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগের পরিকল্পনা করেছে সরকার। তারই অংশ হিসেবে ১১ কোটি ৩১ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মূল্যস্ফীতিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকার কাজ করছে।
আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান। তিনি বলেন, প্রবাসীদের কাছে স্কিম আকর্ষণীয় করার জন্য ২ হাজার ও ৩ হাজার টাকার স্কিম চালু করা হয়েছে।
গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে সরকার। এতে চারটি স্কিম রয়েছে।
প্রথম মাসে প্রায় ১৩ হাজার ব্যক্তি পেনশন ব্যবস্থায় নিবন্ধন করেন।