বগুড়ায় মহাসড়কে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
বিএনপি, জামায়াতের অবরোধে ঢাকা-দিনাজপুর মহাসড়কে পুড়িয়ে দেওয়া হলো মালবাহী ট্রাক। বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার বাঘোপাড়া এলাকায় ওই গাড়ি পুড়িয়ে দেন দুর্বৃত্তরা।
ওই গাড়িতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন রাস্তার ধারে বসেছিলেন স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান। ট্রাকচালকের সহকারী ছিলেন মো. শাহাদত ইসলাম। মনিরুজ্জামান ও শাহাদত বলেন, চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী (জাহাজের ভাঙারি) ট্রাক মালামাল আনলোড করার জন্য মহাস্থান থেকে বগুড়ার মাটিডাল এলাকার দিকে যাচ্ছিল।
ট্রাকটি ঢাকা-দিনাজপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় আসলে পেছন থেকে ২০-২২ বছর বয়সী ৭ যুবক গাড়িটি অনুসরণ করছিলেন। তারা মুখোশ পরেছিলেন। ট্রাক ধীরগতিতে আসার কারণে সামনে এলে এটিকে থামার সংকেত দেন মুখোশধারীরা। এরপর ট্রাক ভাঙচুর করা শুরু করেন। পুরোপুরি থামলে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন লাগিয়ে দেন তারা। এরপর মুখোশধারীরা পালিয়ে যান।
পুলিশ খবর পেয়ে এসে বালু ও পানি দিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।
ট্রাকচালকের সহকারী মো. শাহাদত ইসলাম বলেন, "এই ট্রাক গতকাল রাতে চট্টগ্রাম থেকে বগুড়ায় আসছে। মাল আনলোড করার জন্য মাটিডালি যাওয়ার পথে সাতজন যুবক পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় আমাদের গাড়িতে। তারা আমার গায়েও পেট্রোল দিয়েছিল। পরে আমি দৌড়ে পালিয়ে যাই। কিন্তু পেট্রোলের আগুনে মালামালসহ ট্রাক পুড়ে যায়।"
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, "জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় আমরা মাঠে আছি। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সদস্যরাও মহাসড়কে টহল দিচ্ছে।"