যানবাহনে আগুন-পেট্রোলবোমা হামলাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা ডিএমপির
দেশেব্যাপী চলমান অবরোধের মধ্যে যারা যানবাহনে আগুন দিচ্ছে ও পেট্রোলবোমা ছুঁড়ছে তাদের ধরিয়ে দিতে ২০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার (৬ নভেম্বর) ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান।
সাম্প্রতিক অগ্নিসংযোগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "কেউ যদি প্রমাণসহ দুর্বৃত্তদের ধরতে পুলিশকে সহায়তা করে, তাহলে তাকে ২০,০০ টাকা পুরস্কার দেওয়া হবে।"
বিএনপি ও সমমনা দলগুলোর চলমান অবরোধের মধ্যে সারাদেশে বেশকিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এ পদক্ষেপের ঘোষণা দিয়েছে ডিএমপি।