তারা আলুর দাম পাচ্ছে, কোনো কষ্ট নেই, মহিলারা ৩ বার লিপস্টিক লাগাচ্ছে: বাণিজ্যমন্ত্রী
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাঁর নিজের এলাকার (রংপুরে) মানুষের কোন কষ্ট নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'তারা আলুর দাম পাচ্ছেন। তাদের কোনো কষ্ট নেই। মহিলারা তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে, চার বার করে স্যান্ডেল বদলাচ্ছে।'
বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান, নির্বাচনের সময় ভোটাররা তাকে দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করলে, তিনি কি বলবেন?
উত্তরে মন্ত্রী বলেন, 'আমার নির্বাচনী এলাকার মানুষের কষ্ট নেই। আমার তো কৃষি-ভিত্তিক এলাকা। তবে ঢাকা শহরে যে নির্বাচন করবে, তার অনেক সমস্যা। ২০০১ সালে আমি যখন নির্বাচন করি, তখন আমার এলাকায় ১০টি মোটরসাইকেল ছিল, এখন হাজার হাজার মোটরসাইকেল। কারণ, তারা আলুতে ভালো দাম পাচ্ছে। তাদের কোন কষ্ট নেই।'
'তাই আমি খুব ভালো করে জানি, আমার ভোটের সমস্যা নেই। তবে সারাদেশের অবস্থা ভিন্ন। আমি বুঝি, শহরের যারা দিনমজুর, নিম্ন আয়ের মানুষ তাদের খুবই কষ্ট হচ্ছে'- জানান তিনি।
দ্রব্যমূল্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের ওপর কোন প্রভাব ফেলবে কি-না, এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী কোন মন্তব্য করতে চাননি।
তবে মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি যখন বাড়ে, তখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব হয় না। আমাদের মূল্যস্ফীতি ৯.৫ শতাংশের বেশি। সার্বিক মূল্যস্ফীতি কমলে এবং নতুন পেঁয়াজ, আলু বাজারে এলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসব পণ্যের দাম কমবে।