ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে পৃথক ঘটনায় গাছ, ডাল পড়ে নিহত ২
ঘূর্ণিঝড় মিধিলি দেশের উপকূল অতিক্রম করার সময় পৃথক দুটি ঘটনায় গাছ ও গাছের ডাল পড়ে চট্টগ্রামে এক বৃদ্ধ এবং এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে গাছ পড়ে একজন নিহত হন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান জানান, আব্দুল ওয়াহাব (৬৫) মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে প্রবল বাতাসে একটি গাছ তার ওপর পড়ে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'মিধিলি' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল ৩টায় উপকূল অতিক্রম করে।
এদিকে পৃথক ঘটনায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জে গাছের ডাল পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সিদরাতুল মুনতাহা হাসমত আলী ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, সরকার নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছে।