প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন: মন্ত্রিপরিষদ সচিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় উপদেষ্টার মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনজন।
এরা হলেন– প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তারা রোববার পদত্যাগপত্র জমা দেন।
এদিন সরকারের তিন টেকনোক্র্যাট (যাঁরা সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রীও পদত্যাগপত্র জমা দেন। এরা হলেন–বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে দুজন টেকেনোক্র্যাট মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্র কার্যকর করার পদ্ধতি আছে, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে কার্যকর করা হবে।"
পদত্যাগ করা মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন। আর পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করতে পারবেন বলে আজ মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানান তিনি।
পদত্যাগপত্র কবে কার্যকর হবে, এ প্রশ্নে তিনি বলেন, 'ধরাবাঁধা কোনো আইন নেই যে এতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। 'একটি প্রক্রিয়া আছে, যেহেতু অনুমোদন নিতে হবে। পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট হবে, পদ যখন খালি হবে, তখন শূন্য পদ সৃষ্টি হবে।'
এসব শূন্য পদ কীভাবে পূরণ হবে?- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয় ভাগ করা প্রধানমন্ত্রীর এখতিয়ার।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার প্রেক্ষাপটে মন্ত্রিসভা ছোট হবে কিনা– সাংবাদিকদের এ প্রশ্নের কোনো উত্তর দেননি মন্ত্রিপরিষদ সচিব।