সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিকসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন: ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
উপদেষ্টা পদে থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।