একমাসে সারাদেশে ২২৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস
গত একমাসে সারাদেশে ২২৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এই অগ্নিসংযোগের বেশিরভাগই ঘটেছে যানবাহনে।
২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট ২১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এসব যানবাহনের মধ্যে রয়েছে– ১৩২টি বাস, ৩৫টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং দুটি ব্যক্তিগত যানবাহন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
আগুন দেওয়া গাড়িগুলোর মধ্যে মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, ট্রেন, লেগুনা, ফায়ার সার্ভিস এবং পুলিশের গাড়িও রয়েছে।
২৮ অক্টোবর রাজারবাগ পুলিশ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সেও আগুন দেওয়া হয়।
এছাড়া আওয়ামী লীগ-বিএনপির কার্যালয়, পুলিশ বক্স, কাউন্সিলর অফিস, পাওয়ার সাপ্লাই অফিস, বাস কাউন্টার, শোরুমসহ মোট ১১টি ভবনে আগুন দেওয়া হয়।
এদিকে, সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ঢাকা, হবিগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও খুলনায় এসব ঘটনায় ট্রেনের একটি বগি, তিনটি বাস ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ২৯ মিনিটে হবিগঞ্জের ধুলিয়াখাল সড়কে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিকাল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
পাবনার ঈশ্বরদী রেল জংশনে রাত সাড়ে ৮টায় ঢাকা কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত ১১টা ১০ মিনিটে এবং ১১টা ৩০ মিনিটে যথাক্রমে টাঙ্গাইলের দেলদুয়ার ও খুলনার সোনাডাঙ্গায় দুটি বাসে আগুন দেওয়া হয়।