অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সে রেললাইনে অগ্নিসংযোগ
আজ শুক্রবার (২৬ জুলাই) প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফ্রান্সের হাই-স্পিড ট্রেন নেটওয়ার্ককে লক্ষ্য করে দূর্বৃত্তদের চালানো একাধিক হামলা ও অগ্নিসংযোগে দেশটির ব্যস্ততম কয়েকটি রেললাইনের কার্যক্রম ব্যহত হয়েছে।
ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে অপারেটর এসএনসিএফ-এর প্রতিবেদন অনুযায়ী, অগ্নিসংযোগকারীরা প্যারিসের সাথে লিলি (উত্তর), বোর্দো (পশ্চিম) এবং স্ট্রাসবার্গের (পূর্ব) মতো শহরগুলোর সাথে সংযোগকারী রেললাইনের পাশাপাশি সংযুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে৷
এসএনসিএফ থেকে ভ্রমণকারীদের তাদের যাত্রা স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। রেললাইন মেরামত করার কাজ শুরু হলেও হলেও সংস্থাটি জানিয়েছে, সম্পূর্ন মেরামত শেষ করে রেল চলাচল স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে।
অগ্নিসংযোগ ও ভাঙচুরের ফলে ফ্রান্সের লিলি, বোর্দো এবং স্ট্রাসবার্গ শহরের সাথে সংযুক্ত লাইনগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। প্যারিস অলিম্পিক শুরুর ঠিক আগে এমন একটি ঘটনা ইভেন্টের সাথে সংশ্লিষ্টদের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আশঙ্কার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এ ধরণের হামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল কিনা তা কর্মকর্তারা জানেন না।
ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভারগ্রেত এবং ক্রীড়া মন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাসতেরা এমন হামলার প্রতি নিন্দা জানিয়েছেন।
এদিকে অলিম্পিককে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ৪৫ হাজারের বেশি পুলিশ, ১০ হাজার সৈন্য এবং ২ হাজার ব্যক্তিগত নিরাপত্তা এজেন্ট মোতায়েন করেছে। স্নাইপাররা বিভিন্ন ছাদে অবস্থান করবেন এবং ড্রোন দিয়ে নজর রাখবে।
ঘটনাটি খতিয়ে দেখতে প্যারিস অলিম্পিক ২০২৪ কর্তৃপক্ষ এসএনসিএফ-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।