নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: কাদের
আওয়ামী লীগ কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
'সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা কেন,' প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, 'যদি কোনো নিষেধাজ্ঞা আসে, তাহলে তা বিএনপির ওপর হওয়া উচিত। তারাই নাশকতা করছে, হামলা করছে। এগুলো সুষ্ঠু নির্বাচনের পথে বাধা। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, তাহলে শুধু 'বিএনপি ও তার মিত্ররাই নিষেধাজ্ঞার যোগ্য।'
তিনি বলেন, দেশে-বিদেশে গার্মেন্টস শ্রমিকদের নিজেদের স্বার্থে কাজে লাগানোর আগ্রহ কারো কারো মধ্যে রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক খাতের স্বার্থে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন। বর্তমান সরকার এ খাতের শ্রমিকদের স্বার্থের প্রতি আন্তরিক।
তিনি বলেন, 'আমাদের দল ক্ষমতায় এলে সংসদে নতুন শ্রম আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এ নিয়ে পানি ঘোলা করার কোনো প্রয়োজন নেই।'
এবারের নির্বাচনে ৩২টি আসনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চাপ নেই। নির্বাচন কমিশন তার আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। দেশের বিচার ব্যবস্থাও স্বাধীন। আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্তে বাধা দেবে না। এবার ভোটার উপস্থিতি আরও ভালো হবে।'
তিনি বলেন, 'কোনো বাধা, হুমকি, নাশকতা, অগ্নিসন্ত্রাসী এ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। যারা নির্বাচনে বাধা দিতে আসবে, নির্বাচনমুখী ভোটাররা তাদের প্রতিহত করবে।'
বিএনপি ও তার মিত্ররা নির্বাচনে অংশ নিচ্ছে না। তারপরও নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে, বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।