খাগড়াছড়িতে ইউপিডিএফের ৪ নেতাকর্মী নিহত
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ তুলেছে সংগঠনটি।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।
তিনি অভিযোগ করেন, "গতরাতে (১১ ডিসেম্বর) পানছড়ির পুজগাংয়ের অনীলপাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানের সময় দুর্বৃত্তদের হামলায় পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিনশা ত্রিপুরা নিহত হয়েছেন।"
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, "আমরা ঘটনার বিষয়ে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"