আগামীকাল দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামীকাল বাংলাদেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা আগামী এক-দুই দিন অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে ইউএনবিকে বলেন, দিনাজপুর, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে শৈত্যপ্রবাহ বলা হয় জানিয়ে তিনি বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে আরও বলা হয়, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।