জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে: কাদের
দেশবাসী বিএনপির বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, "যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেছে, সেই দল অসহযোগ আন্দোলন ডাকে। জনগণ ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ হচ্ছে হাট-বাজার সব খোলা।"
"বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি। যার কারণে বিএনপি নির্বাচন বিরোধী গুপ্তসন্ত্রাস, অগ্নিসন্ত্রাস করছে। মানুষ আজকে নির্বাচনের দিকে তাকিয়ে আছে, যোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ধানমনন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি প্রশাসন ও দেশবাসীকে উদ্দেশ্য করে আরও বলেন, "যাদের বিদ্যুৎ বিল বাকি, তাদের বিল আদায় করুন। ব্যাংকের লোন নিয়ে যারা পাচার করেছে, এদের তালিকা করুন। এদের আইনের আওতায় আনতে হবে। বাড়ি ভাড়া আদায় করুন। এদেরকে আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে, এদের ট্যাক্স আদায় করতে হবে, সাজাও দিতে হবে।"
কাদের বলেন, "একজন তারেক রহমান, তিনি টেমস নদীর ওপার থেকে হুমকি-ধামকি দিচ্ছেন। সাহস থাকলে দেশে আসুন। রিমোট কন্ট্রোলে পলাতক নেতা কীভাবে নেতৃত্ব দেবে? জেলে যাওয়ার সাহস অর্জন করুক, না হলে জীবনেও নেতা হতে পারবেন না। রিমোট কন্ট্রোল নেতা জনগণ মানে না।"
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "গুপ্ত হত্যা বন্ধ করুন। আর না হলে জনগণ ধরে ধরে বিচার করবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এর আগে, বুধবার (২০ ডিসেম্বর) সরকারের বিরুদ্ধে অহযোগ আন্দলনের ঘোষণা দেয় বিএনপি। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে দলটি গতকাল থেকে সরকারকে খাজনা প্রদান, ব্যাংক লেনদেন এড়িয়ে চলা ও আদালতে না যাওয়াসহ 'সবক্ষেত্রে' অসহযোগিতা করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানায়।
বুধবার দুপুর সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল এক ভিডিও বার্তায় দলের বক্তব্য তুলে ধরেন। এরপর বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষে রুহুল কবির রিজভী দলের অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।