খুলে গেল কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন, মেট্রোরেলের সব স্টেশন চালু
ঢাকায় মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে। আজ রবিবার স্টেশন দুটি চালু হয়। এর মধ্য দিয়ে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনই চালু হলো।
শারমিন রহমান নামের এক বেসরকারি চাকুরিজীবী জানান, তার অফিস রাজধানীর বাংলামোটর এলাকায়। কারওয়ান বাজার স্টেশনটি চালু হওয়ায় যাতায়াতে তার অনেক সুবিধা হয়েছে।
তিনি বলেন, 'আগে আমাকে ফার্মগেট পর্যন্ত বাসে আসতে হতো। তারপর অফিস পর্যন্ত যেতে আরেকটি গাড়ি ধরতে হতো। কিন্তু এখন আর এই ঝামেলা নেই। আমি এখন কাওরান বাজার বা শাহবাগ যেখানেই নামি না কেন, সেখান থেকে সামান্য হেঁটেই অফিসে পৌঁছাতে পারব।'
গতকাল বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, আগামী মার্চ থেকে আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেনের পরিষেবা বাড়ানো হবে। তখন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো এই রুটেও রাত পর্যন্ত ট্রেন চলবে। এই রুটে সকাল ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলে।
তিনি আরো জানান, গত বছর থার্টি ফার্স্টের রাতে ওড়ানো ফানুস মেট্রোরেলের ক্যাটানারিতে পড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। এজন্য মেট্রোরেলের আশে-পাশের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।
বর্তমানে এক লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ যাত্রী প্রতিদিন মেট্রোরেলের ট্রেনে যাতায়াত করে থাকে।
গত ১৩ ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়।
গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। এর পর থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে ট্রেন থামছে।
উত্তরা-মতিঝিল রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করে।
তবে শিক্ষার্থী ও চাকুরিজীবীদের সুবিধার্তে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন চলাচল করে।
সকাল সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। উত্তরা-আগারগাঁও অংশে ট্রেন চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।