কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৭
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
হাসপাতালে নেওয়ার পর আল-আমিন এবং হোসনেয়ারা নামে আরও দুইজন মারা গেছেন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এর আগে, সকালে নিহতদের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, "চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।"
এছাড়া, সে সময় হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে জানান তিনি।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
ওসি আরও জানান, "ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।"