রমজান ও ‘জনদুর্ভোগের’ কথা বিবেচনা করে চিনির দাম বাড়াচ্ছে না সরকার
আসন্ন পবিত্র রমজান মাস ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে চিনির দাম বাড়িয়ে ১৬০ টাকা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
ফলে চিনির দাম পূর্বের নির্ধারিত কেজিপ্রতি সর্বোচ্চ খুচরা মূল্য ১৪০ টাকা বহাল থাকছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 'রমজান মাস ও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার।'
এর আগে এ দিন শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এক প্রজ্ঞাপন জারি করে চিনি উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত মিলগুলোর চিনির খুচরা মূল্য প্রতি কেজি সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করার কথা জানিয়েছিল। ফলে কেজিপ্রতি চিনির দাম বেড়েছিল ২০ টাকা।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, চিনির আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসির উৎপাদিত চিনির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।