তরুণরা সুখী কিন্তু মধ্যবয়স্করা অসুখী
২০২৪ সালের বার্ষিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯ নম্বরে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১১৮।
বাংলাদেশের তরুণ-তরুণীরা বা ৩০ বছরের কম বয়সীরা সবচেয়ে সুখী। তারপর সবচেয়ে সুখী ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা।
বাংলাদেশে সবচেয়ে কম সুখী হলেন উচ্চ মধ্যবয়সী ব্যক্তিরা (বয়স ৪৫-৫৯)। নিম্ন মধ্যবয়সী ব্যক্তিরা (৩০-৪৪ বছর বয়সী) তাদের ঠিক উপরেই অবস্থান করছেন।
সামগ্রিকভাবে বাংলাদেশ এই প্রতিবেদনে নীচের ১৫টি দেশের মধ্যে স্থান পেয়েছে যেখানে প্রথমবারের মতো বয়সের ভিত্তিতে আলাদা র্যাংকিং করা হয়েছে।
আজ (২০ মার্চ) প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনুযায়ী, সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড। এর পরের অবস্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড।
প্রতিবেদনটি গ্যালাপ, অক্সফোর্ড ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের সম্পাদকীয় বোর্ডের মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে তৈরি করা হয়েছে।
১৪৩টি দেশ এবং অঞ্চলের মানুষকে তাদের জীবনকে শূন্য থেকে ১০ পর্যন্ত মূল্যায়ন করতে বলা হয়েছিল, যেখানে ১০ তাদের তাদের সম্ভাব্য সেরা জীবনকে চিহ্নিত করে। র্যাংকিং তৈরি করতে বিগত তিন বছরের ফলাফল গড় করা হয়।
এ বছর আবারো র্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে নেপাল। বৈশ্বিকভাবে দেশটি ৯৩তম অবস্থানে রয়েছে। এর পরে পাকিস্তান (১০৮তম), ভারত (১২৬তম), এবং শ্রীলঙ্কা (১২৮তম)।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তলানিতে রয়েছে আফগানিস্তান (১৪৩ তম)।
আগের প্রতিবেদনে বাংলাদেশ ১১৮তম অবস্থানে ছিল। ২০২২ সালে বাংলাদেশের অবস্তাহ্ন ছিল ৯৪তম এবং ২০২১ সালের র্যাংকিংয়ে ১০১তম অবস্থানে ছিল। দেশটি ২০২০ সালে ১০৭তম এবং ২০১৯ সালে ১২৫তম স্থানে ছিল।
দক্ষিণ এশিয়ায় তরুণরা সবচেয়ে সুখী কিন্তু উন্নত অর্থনীতিতে সবচেয়ে অসুখী।
৩০ বছরের কম বয়সী তরুণরা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সমস্ত জরিপকৃত দেশগুলোতে সবচেয়ে সুখী বলে দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্কের মতো উন্নত অর্থনীতির দেশের যুবকেরা কম সুখী।
এদিকে ২০১২ সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র (২৩তম) প্রথমবারের মতো শীর্ষ ২০ থেকে ছিটকে পড়েছে। ৩০ বছরের কম বয়সী মার্কিন যুবকদের সুস্থতা কমে যাওয়ায় র্যাঙ্কিংয়ে দেশটির পতন ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যবয়সী মানুষদের মধ্যে সুখ সবচেয়ে কম।
প্রতিবেশী ভারতের নিম্ন মধ্যবয়সীরা সবচেয়ে কম সুখী। নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সবচেয়ে কম সুখী হলেন উচ্চ মধ্যবয়সী জনগোষ্ঠী।
এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের বৃদ্ধরা সবচেয়ে কম খুশি।
লিথুয়ানিয়া ৩০ বছরের কম বয়সী সুখী শিশু এবং যুবকদের তালিকার শীর্ষে রয়েছে যেখানে ডেনমার্ক ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ।
বেশিরভাগ দেশে জীবনের তৃপ্তি শৈশব থেকে কৈশোর এবং যৌবনে ধীরে ধীরে হ্রাস পায়, প্রতিবেদনটি পড়ুন।
বিশ্বব্যাপী ১৫-২৪ বছর বয়সী যুবকেরা এখনও বয়সে বড় প্রাপ্তবয়স্কদের তুলনায় জীবন নিয়ে বেশী সন্তুষ্ট। কিন্তু পশ্চিম ইউরোপে এই ব্যবধান কমে আসছে। সম্প্রতি উত্তর আমেরিকায় তরুণদের মধ্যে জীবন নিয়ে সন্তুষ্টি কমে যাওয়ার কারণে এটি পাল্টে গেছে। অন্যদিকে সাব-সাহারান আফ্রিকায় তরুণদের মধ্যে জীবনের প্রতি সন্তুষ্টি বেড়েছে।