ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪: বৌভাতের অনুষ্ঠানে আর যাওয়া হলো না তাদের
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর কাছে একটি সিমেন্ট বোঝাই ট্রাক প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই একটি বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট হাট ইউনিয়নের গ্রাম পুলিশ কামাল হোসেন বলেন, 'ব্যাটারিচালিত চারটি ইজিবাইক ও একটি মাইক্রোযোগে প্রায় ২৫ জন নিয়ে গাবখান ইউনিয়নের ওস্তাখাল গ্রামে বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমার শ্যালিকার বৌভাতের আয়োজন ছিল। পথে গাবখান টোলে আমাদের গাড়িগুলো টোল দিচ্ছিল। এরই মধ্যে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে আমাদের গাড়িগুলো, পথচারী ও টোলকর্মীদের চাপা দেয়।'
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'দুর্ঘটনায় আমার ছোটভাই দশম শ্রেণির ছাত্র আতিকুর রহমান সাদি নিহত হয়েছে। আমার ভাই চোখের সামনেই মারা গেল। আমি কিছুই করতে পারিনি।'
শেখেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আতফি আহম্মেদ বলেন, 'আমার ওয়ার্ডের গ্রাম পুলিশ কামাল হোসেনের শ্যালিকার বৌভাতে সবাই যাচ্ছিল। কামাল হোসেন আমাকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন তার নিজের পরিবার ও শ্বশুরবাড়ির আত্মীয়।'
ইতোমধ্যে উদ্ধারকাজ শেষ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, 'উদ্ধার কাজ শেষ করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করেছি। বাকি কেউ মারা গেলে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যেতে পারেন।'
তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িগুলোকে চাপা দেয়। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।'
ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। তিনি টিবিএসকে বলেন, এখন পর্যন্ত আমরা ১৪ জন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছে। উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে। তবে স্থানীয়রা ১৬ জন নিহতের কথা জানিয়েছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আহত অবস্থায় ১৬ থেকে ২০ জনকে হাসপাতালে ভতি করা হয়েছে। উদ্ধারকাজ প্রায় শেষপর্যায়ে।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম টিবিএসকে বলেন, 'দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্মদিবসের মধ্যে কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।'