ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: ট্রাকচালক ও হেলপার আটক
ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে দুর্ঘটনার পর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হলেন, ট্রাকচালক আল-আমিন (২৯) ও তার সহকারী নাজমুল (২২)। আল-আমিনের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। আর নাজমুলের খুলনায়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন।
নিহতরা হলেন, ঝালকাঠির গাবখান এলাকার সেলিম হাওলাদারের ছেলে নজরুল (৩৫), ওস্তাখান এলাকার মান্নান মাঝির ছেলে সফিকুল মাঝি (৫০), শেখেরহাটের নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে আতিকুর রহমান সাদি (১১), নুরুল ইসলামের ছেলে ও বিমান বিহিনির সদস্য ইমরান হোসেন (৪০), কাঁঠালিয়া উপজেলার ইব্রাহিমের মেয়ে নুরজাহান (৭), ইব্রাহিম (৪০), তার স্ত্রী তহমিনা (২৫), উত্তর সাউথপুরের মিজানুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০), স্ত্রী সোনিয়া বেগম (৩০), তাদের মেয়ে তানিয়া আক্তার (৩) ও ছেলে তাহমিদ রহমান (১), নিপা (২২), স্বরুপকাঠির বাসিন্দা রুহুল আমিন ও ভিক্ষুক শহিদুল ইসলাম।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।