এবছর ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় দেশের ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।
রবিবার (১২ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানান।
তিনি বলেন, 'এবার পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৮৬১টি। এর মধ্যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।'
উল্লেখ্য, গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৪৮টি।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৩.০৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গতবার (২০২৩ সালে) পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের পাশের হার ৮১.৫৭ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাশের হার ৮৪.৪৭ শতাংশ
এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ৯.০৪ শতাংশ। ৮৩ হাজার ৩৫৩ জন বা ৮.৪২ শতাংশ ছেলে জিপিএ ৫ পেয়েছে, আর ৯৮ হাজার ৭৭৬ জন বা ৯.৬৩ শতাংশ মেয়ে জিপিএ ৫ পেয়েছে।
এসএসসিতে তিনটি শাখার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের পাশের হার সবচেয়ে বেশি, তারপর রয়েছে ব্যবসায় শিক্ষা ও মানবিক।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৪৪৯ জন।
গত বছর মোট ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন্য শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল।
বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ০৪ শতাংশ।
এদিকে, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।
এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ২০২৪ সালের এসএসসির ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।