ঢাকায় গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫-৬০ টাকা
কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের তুলনায় প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিন আহমেদ জানান, এ বছর ঢাকায় কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম ৫৫-৬০ টাকা ও ঢাকার বাইরে ৫০-৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২০-২৫ টাকা ও বকরীর চামড়ার দাম ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে ।
মাহিন আহমেদ বলেন, 'এক লাখ টাকা পর্যন্ত দামের গরুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকার মধ্যে এক হাজার ২০০ টাকা ও ঢাকার বাইরে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এবারই প্রথম বর্গফুটের বাইরে গিয়ে গরুর দাম বা আকৃতি অনুযায়ী চামড়ার দাম নির্ধারণ করা হলো বলেও জানান তিনি।
গত বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫০-৫৫ টাকা ও ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর প্রতি বর্গফুট খাসীর চামড়ার দাম ১৮-২০ টাকা ও বকরীর চামড়ার দাম ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেন, 'ব্যবসায়ীরা চামড়া কেনেন। সেজন্য চামড়ার দামও ব্যবসায়ীরাই নির্ধারণ করবে, এটাই স্বাভাবিক। সরকার দাম নির্ধারণ করবে না। বাণিজ্য মন্ত্রণালয় দাম নির্ধারণে প্রক্রিয়ায় অংশীজনদেরকে সহযোগিতা করেছে মাত্র। এজন্য চামড়া দামও ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘোষণা করা উচিত।'
তিনি আরও বলেন, 'চামড়ার সংগ্রহ যাতে সঠিকভাবে হয় সে বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকা সত্ত্বেও কয়েক বছর ধরে চামড়ার ভালো দাম পাওয়া যাচ্ছে না। সেটি একটি বাস্তবতা। সরকার চামড়া শিল্প নগরীতে ইটিপি স্থাপনে এগিয়ে এসেছে। আশা করা যায় এ সমস্যার সমাধান হবে।'