বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত, সাজেকে যান চলাচল শুরু হবে শীঘ্রই
আবারও স্থগিত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। বৈরী আবহাওয়া এবং আঞ্চলিক রাজনৈতিক প্রভাবের কারণে দ্বিতীয় দফায় নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন।
আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অর্থাৎ ২৯ মে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরে আগামীকাল ৯ জুন ভোটগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল।
তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের হুমকি দেয়ার অভিযোগ এনে প্রতিবাদস্বরূপ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচনের একদিন আগে আজ শনিবার (৮ জুন) বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা (ভোর ৬টা-সন্ধ্যা ৬টা) সড়ক ও নৌপথ অবরোধ পালন কর্মসূচির ঘোষণা দিয়েছিল মাচলং নির্বাচন পরিচালনা কমিটি। এ কর্মসূচিতে সমর্থন দিয়েছে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের প্রভাবশালী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
ঘোষণা অনুযায়ী আজ ভোর ৬টা থেকে উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বাঘাইহাট-সাজেক সড়কে অবস্থান নেয় অবরোধকারীরা। ফলে সাজেকে আটকা পড়ে অসংখ্য পর্যটক। এ ছাড়া বাঘাইছড়ির সাথে বন্ধ হয়ে যায় দীঘিনালা-খাগড়াছড়ির সড়ক ও রাঙামাটির নৌপথ যোগাযোগ। তবে নির্বাচন স্থগিত করায় বেলা ১২টা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।
মাচলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা জানান, নির্বাচন স্থগিত করায় বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ দুপুর ১২টার পর প্রত্যাহার করা হয়েছে। এতে দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ না হলে আবারও অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, এই উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অলিভ চাকমা এবং আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এম.এন.লারমা গ্রুপ সমর্থিত সুদর্শন চাকমা। তবে সড়ক ও নৌপথ অবরোধের পক্ষে অবস্থান নিয়ে সুদর্শন চাকমার প্রতি সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে প্রসিত বিকাশ খীসার ইউপিডিএফ।