কোটাবিরোধী আন্দোলন: রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর বিভিন্ন সড়কে আজ রবিবার সকাল থেকেই তীব্র যানজট দেখা গেছে। এর মধ্যে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন, হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা, এইচএসসি পরীক্ষা ইত্যাদি কারণে দুপুরে যানজট পরিস্থিতি আরও তীব্র হয়। এমনকি কিছু সড়কে দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ অবস্থায় অনেক যাত্রীই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
রমনা বিভাগের সার্জেন্ট ফরহাদ হোসেন বলেন, শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, মিন্টো রোড, আগারগাঁও, ঝিগাতলা, ধানমন্ডি, মিরপুর রোড- এসব এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কর্মদিবসের ব্যস্ততার কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট ছিল। বেলা ৩টার পর থেকে কোটাবিরোধী শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেন। তারা সায়েন্স ল্যাব মোড়, শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবরোধ করেন। এতে আজিমপুর–নিউমার্কেট থেকে মিরপুর ও গাবতলীর পথে চলাচলের সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
মহাখালী জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) আরিফুল ইসলাম রনি জানান, কোটাবিরোধী আন্দোলনের কারণে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, মহাখালী, ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত যানবাহনের চাপ অনেক বেশি। যানবাহন চলাচল করতে পারছে না।
তিনি আরও জানান, এসব কর্মসূচির মধ্যে আজ সকালে মগবাজার ফ্লাইওভারে একটি যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এরপর থেকে মগবাজার মহাখালী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান আজ সকালে এক সংবাদ সম্মেলনে জানান, রথযাত্রা উদযাপনের জন্য ঢাকায় র্যালি হবে। আবার কোটাবিরোধী আন্দোলন। এসব কারণে যানজট বাড়তে পারে।
তিনি বলেন, আইনশৃঙ্খলাবাহিনী কেবল একাই এ সমস্যা সমাধান করতে পারবে না। এজন্য সাধারণ মানুষের সচেতনতা প্রয়োজন।
এর আগে আজ কোটাবিরোধী আন্দোলন, রথযাত্রা ও দুপুর ২টা থেকে এইচএসসি পরীক্ষা থাকার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।