দুর্নীতির অভিযোগে কাস্টমস কমিশনার এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদের বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপের পর দুদক আবিষ্কার করেছে, মোহাম্মদ এনামুল হক অবৈধভাবে বসুন্ধরায় একটি নয়তলা বাড়ি, দুটি ফ্ল্যাট ও তিনটি বাণিজ্যিক জায়গা দখল করেছেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আজ মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক ফারজানা ইয়াসমিন মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। দুদকের পক্ষে মীর আহাম্মদ আলী সালাম এ তথ্য জানান।
গত ৪ জুলাই আদালত দুদকের আবেদন মঞ্জুর করে মোহাম্মদ এনামুল হকের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন। এছাড়া গাজীপুর ও রাজধানীর বাড্ডায় তার জমি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছিলেন আদালত।
একই আদালত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের চারটি ফ্ল্যাট ও আট একর (৮৬৬ দশমিক ৫) জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
এর আগে গত জুনে এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশ দেন আদালত।