সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ১০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এই আদেশ দেন।
আজ বুধবার (১৩ নভেম্বর) এ তথ্য জানা যায়।
এর আগে, গত ৬ নভেম্বর দুদকের উপপরিচালক নেয়ামুল আহসান গাজী আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, 'অভিযুক্ত ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত চলমান। অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করতে পারেন এমন সূত্র পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।'
দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে মেয়র আইভীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়।