হামলায় জড়িত শিক্ষকদের শাস্তি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করে শাস্তির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ রোববার দুপুর ১২টায় ক্যাম্পাসের মহুয়া মঞ্চের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, '১৫ জুলাই রাতে আমাদের আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমরা এর বিচার চেয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিই। এ সময় আওয়ামীপন্থী কিছু শিক্ষক ছাত্রলীগের পরবর্তী হামলায় ইন্ধন দেন।'
তিনি বলেন, 'রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের অনেকে দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। কিছু শিক্ষক এখনো দায়িত্বে বহাল আছেন। যদি আপনাদের লজ্জা থাকে, তাহলে দ্রুত পদত্যাগ করুন। শুধু পদত্যাগই নয়, জড়িত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করে রাষ্ট্রীয় আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে৷ যারা সেদিন হামলা করেছিল তাদের ছাত্রত্ব বাতিল করে সনদ স্থগিত করতে হবে৷'
উল্লেখ্য, গত ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মিছিলে ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানেও ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়।