কাজে যোগ দিয়েছেন কর্মীরা, রোববার চালু হতে পারে মেট্রোরেল
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আন্দোলনরত কর্মীরা কাজে ফেরায় রোববারের মধ্যে ফের চালু হতে পারে মেট্রোরেল পরিষেবা।
ডিএমটিসিএল বোর্ড ১০ম থেকে ২০-তম গ্রেডের কর্মীদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার পর আজ (২০ আগস্ট) তারা কাজে ফিরেছেন। কর্মীদের বকেয়া পরিশোধের দাবি মেটাতে বোর্ড একটি কমিটিও গঠন করেছে।
ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আবদুর রউফ টিবিএসকে জানান, গতকাল বিকাল ৫টা ১৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনকারীদের সব দাবি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়।
তিনি বলেন, কর্মীদের মূল দাবি ছিল বেতন বৃদ্ধি, সেটি মেনে নেওয়া হয়। এছাড়া বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ-সংক্রান্ত আরেকটি দাবির সুরাহা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বকেয়া বেতন পরিশোধ বাস্তবায়নের উপায় খুঁজে বের করবে।
আবদুর রউফ আরও বলেন, মেট্রোরেল পরিষেবা শীঘ্রই আবার চালু হবে। তবে তিনি নির্দিষ্ট তারিখ বলতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ৬ আগস্ট থেকে ধর্মঘটে থাকা কর্মচারীরা কাজে ফিরেছেন। অবিলম্বে মেট্রোরেলের টেস্ট রান চালানো হবে। কোনো সমস্যা না হলে ডিএমটিসিএল শনিবার মেট্রোরেল পরিষেবা আবার চালু করার পরিকল্পনা করছে। কোনো কারণে শনিবার তা সম্ভব না হলে রোববার চালু করা হবে।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি একটি সভায় থাকার জন্য তার সঙ্গে কথা বলা যায়নি।
উল্লেখ্য, জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় মেট্রোরেলের মিরপুর-১০ মোড় ও কাজীপাড়া স্টেশন দুটিতে ভাঙচুর চালানো হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপর সম্প্রতি জানা যায়, মেট্রোরেলের লাইন, কোচ ও সংকেতব্যবস্থাসহ সবই ঠিক আছে। এরপরও মেট্রোরেল চালু না হওয়ার কারণ ছিল কিছু দাবিতে কর্মীদের কর্মবিরতি। এ কারণেই কারিগরি সমস্যা না থাকা সত্ত্বেও মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।