জেলপালানো ৯০০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক
ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ৮টি কারাগারে হামলার পর অন্তত দুই হাজার কয়েদি পালিয়ে গেছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কারা সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
কারা মহাপরিদর্শক বলেন, অন্তত দুই হাজার বন্দি পালিয়েছে। তাদের মধ্যে এখনও ৯০০ জন পলাতক রয়েছে। পলাতকদের মধ্যে জঙ্গি, যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপাপ্ত আসামি রয়েছে ৯৮ জন।
তিনি বলেন, এ সময় কারাগার থেকে ৯৪টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এগুলোর মধ্যে এখনও ২৯টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।