ঢাকা বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ৩ কাস্টমস কর্মকর্তা বরখাস্ত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের দায়ে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারের বিমানবন্দরে উচ্চমানের যাত্রীসেবা বজায় রাখার অঙ্গীকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন।
এছাড়া এ ঘটনায় একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও একজন উপ-পরিদর্শককে কাস্টম হাউসের প্রধান কার্যালয়ে ক্লোজড করা হয়েছে।
সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর বিদেশফেরত এক যাত্রী ব্যাগেজ পরিদর্শনের সময় দুর্ব্যবহারের শিকার হওয়ার কথা জানানোর পর কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত করা হয়।
ওই যাত্রীর দাবি, তার লাগেজ অযথা খোলা হয়েছিল এবং কয়েকজন কর্মকর্তা ব্যাগ থেকে চকোলেট বের করে খেয়ে ফেলেন।
বিষয়টি কাস্টমস কমিশনারের নজরে আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
পরবর্তী তদন্তের পর শুল্ক কমিশনার অসদাচরণের জন্য দায়ী তিনজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন।