আজ থেকে ১৪ দিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ঢাকা বিমানবন্দরের রানওয়ে
রক্ষণাবেক্ষণ কাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত (মোট ১৪ দিন) প্রতি রাতে ৩.৫ ঘণ্টা বন্ধ থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ গত ২৯ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১টা থেকে ভোর ৪:৩০টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "রানওয়ে বন্ধ থাকার কারণে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সময়সূচি ঠিক করার চেষ্টা করছেন।"
এ সময়ের মধ্যে রানওয়ে ১৪ এবং ৩২-এ নিয়মিত মেরামত কাজ করা হবে, যার মধ্যে রয়েছে সেন্টারলাইন লাইট, টাচডাউন জোন লাইট এবং স্টপ ওয়ে লাইটিং সিস্টেম প্রতিস্থাপন।