ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা: খাগড়াছড়িতে ফের ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেলায় ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নিহতের নাম আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা। তিনি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
অভিযোগ উঠেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ ছাত্ররা ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
ইতোমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, 'হাসপাতালে আনার আগে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।'
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে এই ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।
এছাড়াও, এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, 'সার্বিক পরিস্থিতি বিবেচনায় পৌর ও জেলা সদরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে '
এছাড়া তিনি নিজেও এ ঘটনায় আহত হয়েছেন বলেও জানান।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ওই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর এক শিক্ষার্থী আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামের ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ আনে। সেসময় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করলেও, পরে তিনি ছাড়া পেয়ে যান।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।