সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন ছাত্র আন্দোলনের নেতারা
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাকুঞ্জে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া।
এর মাধ্যমে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দি হওয়ার ছয় বছর পর এ প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল সাবেক এ প্রধানমন্ত্রীকে।
খালেদা জিয়ার সঙ্গে সেনাকুঞ্জে কুশল বিনিময়কারী ছাত্রনেতাদের মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম।
উপদেষ্টা আসিফ মাহমুদ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লেখেন: 'আপনাকে [খালেদা জিয়া] এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।'
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও কুশল বিনিময় করেন খালেদা জিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রকাশ করা একটি ভিডিওতে ড. ইউনূস ও খালেদা জিয়াকে পাশাপাশি সোফায় বসে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়।
এর আগে সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়।
চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান খালেদার কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্য ২৬ নেতাকেও আমন্ত্রণ জানানো হয়।