গণঅভ্যুত্থানে নিহত ৯৮৬ জনের মধ্যে ৫১৫ জনই পুলিশের হামলায়: এইচআরএসএস
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়, গণঅভ্যুত্থানে কমপক্ষে ৯৮৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭৮% (৫১৫ জন) পুলিশের হামলায় মারা গেছে।
ভুক্তভোগী পরিবার, জাতীয় দৈনিক ও নিজস্ব ফ্যাক্ট ফাইন্ডিং ইউনিটসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের মাধ্যমে এইচআরএসএস-এর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িতদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ৬৬০টির তথ্য পাওয়া যায়। এর মধ্যে পুলিশের গুলিতে ৫১৮ জন (৭৮%), অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৫২ জন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে ৫২ জন এবং গণপিটুনিতে ৩৮ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬১৪ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ১০৪ জন, খুলনায় ৮০ জন, রাজশাহীতে ৬৫ জন, ময়মনসিংহে ৪৪ জন, রংপুরে ৩৫ জন, সিলেটে ২৩ জন এবং বরিশালে ১২ জন মারা গেছেন।
৮৬৮ জন ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং ১১৮ জনের পরিচয় এখনও অজানা।
গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন সূত্র থেকে নির্ভরযোগ্য তথ্যের বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি অনুমান করেছে, মৃতের সংখ্যা ১২০০ ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদনে শিক্ষার্থী, শ্রমিক, সাংবাদিক, পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিশু ও নারীসহ বিভিন্ন ধরনের ভুক্তভোগীর কথা তুলে ধরা হয়েছে।
নিহতদের বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক মহলের।
নিহতদের মধ্যে অন্তত ১২৭ জন শিশু, ৬ জন সাংবাদিক, ৫১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ১৩ জন নারী ও শিশু রয়েছে।