যুক্তরাষ্ট্রের ডিক্সভিলে মধ্যরাতে ভোট গ্রহণ, তিন ভোট করে পেয়ে টাই করলেন কমলা-ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে ইতোমধ্যে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তরে অবস্থিত ছোট্ট শহর ডিক্সভিল নচে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষ হয়েছে। ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমান সংখ্যক ভোট পেয়েছেন। কেন্দ্রটিতে মোট ছয়জন ভোটার ছিলেন।
মধ্যরাতের পরপরই ডিক্সভিল নচে শহরটিতে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনার পর দেখা গেছে, ছয়টি ভোটের মধ্যে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প তিনটি করে ভোট পেয়েছেন। এতে, প্রথম নির্বাচনী ফলাফলে কমলা ও ট্রাম্প সমানে সমানে এগিয়ে আছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিনে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে শহরেই প্রথম ভোট গ্রহণ হয়।
স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই সেখানে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিবন্ধিত ভোটাররা ভোট দিয়ে দেন। যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে কয়েক ঘণ্টা পর ভোট গ্রহণ শুরু হয়ে থাকে।
গতকাল সোমবার মধ্যরাতে ডিক্সভিল নচে শহরে ঐতিহ্য মেনে, বাদ্যযন্ত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সুর বাজিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ১৯৬০ সাল থেকে এ ঐতিহ্য অনুসরণ করে আসছেন।
২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সর্বসম্মতিক্রমে ডিক্সভিল নচে শহরের বাসিন্দাদের সব ভোট দিয়েছিলেন। ১৯৬০ সালে মধ্যরাতে ভোট গ্রহণের রীতি চালু হওয়ার পর থেকে শহরটির সব ভোটারের ভোট পাওয়া দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বাইডেন।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার বেশির ভাগ ভোটকেন্দ্রে স্থানীয় সময় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে।
গত জানুয়ারিতে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইপর্বে প্রেসিডেন্ট পদ প্রত্যাশী নিকি হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা। পরবর্তীতে হ্যালি প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হিসেবে মনোনীত হন।
জানুয়ারিতে হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিলেও গতকাল মধ্যরাতের ভোটের ফলাফলে দেখা গেছে, ডিক্সভিল শহরের তিনজন ভোটার ট্রাম্পকে ভোট দেননি।