ট্রাম্পকে অভিনন্দন জানালেন হাসিনা
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের পক্ষ থেকে এক এক্স (পূর্বতন টুইটার) বার্তায় বিষয়টি জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসিনা বলেছেন, তার (ট্রাম্পের) এই জয় প্রমাণ করে যে, তার অসাধারণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও আমেরিকার মানুষদের তার প্রতি গভীর বিশ্বাস রয়েছে।
মেলানিয়া ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগের সাক্ষাৎকারের কথা স্মরণ করেন শেখ হাসিনা। প্রথমবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, তখন এ সাক্ষাৎ হয়েছিল।
অভিনন্দন বার্তায় হাসিনা আশা প্রকাশ করেন, দ্বিতীয়বারের মেয়াদে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া ও দুদেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
বার্তার শেষে ট্রাম্প ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন হাসিনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আওয়ামী লীগের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই বার্তার সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা ও তার কন্যা সায়েম ওয়াজেদ পুতুলকে দেখা যাচ্ছে।
এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে।