সোমবার হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প, অভিষেক অনুষ্ঠানে রয়েছে যে-সব আয়োজন
সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে ফিরবেন। খবর বিবিসি'র।
শপথ গ্রহণের পাশাপাশি দিনটিকে উদযাপনের জন্য আয়োজন করা হয়েছে সংগীত পরিবেশনা, কুচকাওয়াজ এবং বেশ কয়েকটি আনুষ্ঠানিক বল। একই মঞ্চে শপথ নেবেন নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ট্রাম্পের অভিষেক
মার্কিন প্রেসিডেন্টদের অভিষেক অনুষ্ঠান হলো একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, যার মাধ্যমে বিদায়ী প্রশাসনের পর নতুন প্রশাসনের যাত্রা শুরু হয়। এটি ওয়াশিংটন ডিসির সরকারী ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান।
এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ। শপথের মূল বক্তব্য: "আমি আন্তরিকভাবে শপথ করছি যে, আমি বিশ্বস্ততার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করব এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান সংরক্ষণ, সুরক্ষা ও রক্ষা করব।"
যদিও ট্রাম্প নভেম্বরে নির্বাচনে জয়লাভ করেন, এ শপথের মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে ৪৭তম প্রেসিডেন্ট হবেন। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন।
ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দায়িত্ব গ্রহণের আগে আনুষ্ঠানিক শপথ নেবেন।
২০ জানুয়ারির কার্যক্রম
ট্রাম্পের দ্বিতীয় উদ্বোধনী দিবস শুরু হবে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক লাফায়েট স্কোয়ারের সেন্ট জনস চার্চে প্রার্থনার মাধ্যমে। এরপর হোয়াইট হাউসে চা পরিবেশিত হবে।
মূল অনুষ্ঠানটি মার্কিন ক্যাপিটল ভবনের পশ্চিম লনে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এতে থাকবে সংগীত পরিবেশনা এবং উদ্বোধনী ভাষণ। এরপর ট্রাম্প ও ভ্যান্স শপথ নেবেন।
শপথ গ্রহণের পর ট্রাম্প তার পরবর্তী চার বছরের লক্ষ্য সম্পর্কে ভাষণ দেবেন। এর পরপরই তিনি সিনেট চেম্বারের পাশের প্রেসিডেন্ট রুমে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবেন। এরপর জয়েন্ট কংগ্রেসনাল কমিটির মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
দুপুরে ক্যাপিটল ভবন থেকে হোয়াইট হাউস পর্যন্ত একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ট্রাম্প তিনটি আনুষ্ঠানিক বল—কমান্ডার-ইন-চিফ বল, লিবার্টি বল এবং স্টারলাইট বল—এ অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন?
অনুষ্ঠানে প্রায় দুই লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে, যাদের মধ্যে ট্রাম্পের সমর্থক ও বিরোধী উভয়ই থাকবেন।
অনুষ্ঠানে অংশ নেবেন অনেক মার্কিন সিনেটর, হাউস সদস্য এবং নবনির্বাচিত প্রশাসনের অতিথিরা। ট্রাম্প ও ভ্যান্সের পরিবার ছাড়াও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রাক্তন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরাও অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন। তবে এবারের অনুষ্ঠানে মিশেল ওবামা অনুপস্থিত। তার কার্যালয় জানিয়েছে, তিনি হাওয়াইতে অবস্থান করছেন। এর আগে, ২০০৯ সাল থেকে তিনি সব অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, এমনকি ২০১৭ সালে ট্রাম্পের প্রথম শপথ গ্রহণেও।
তবে মিশেল ওবামার স্বামী বারাক ওবামা, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার স্ত্রী লরা বুশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে ডেমোক্র্যাট দলের প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি দুনিয়ার বিলিয়নিয়ারদের মধ্যে ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গ এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, টিকটকের সিইও শো জি চিউর উপস্থিতিও নিশ্চিত হওয়া গেছে।
পরিবেশনায় কারা থাকবেন?
দেশটির জনপ্রিয় কান্ট্রি গায়িকা এবং প্রাক্তন আমেরিকান আইডল বিজয়ী ক্যারি আন্ডারউড অনুষ্ঠানে 'আমেরিকা দ্য বিউটিফুল' গানটি পরিবেশন করবেন।
এক বিবৃতিতে তিনি বলেন, "আমি আমাদের দেশকে ভালোবাসি এবং উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে আমন্ত্রণ পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। এ ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমি গর্বিত। এমন একটি সময়, যখন আমাদের সবাইকে ঐক্যের চেতনায় একত্রিত হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে, আমি এ আহ্বানে সাড়া দিতে পেরে কৃতজ্ঞ।"
আরেক কান্ট্রি সিংগার এবং ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু এবং সহযোগী লি গ্রিনউডও অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। অপেরা গায়ক ক্রিস্টোফার ম্যাকিওর অংশগ্রহণও ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, আমেরিকান ডিস্কো ব্যান্ড দ্য ভিলেজ পিপল রোববার ট্রাম্পের বিজয় সমাবেশ এবং সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করবে।
প্রচারণা চলাকালে ট্রাম্প তার সমাবেশে ব্যান্ডটির জনপ্রিয় গান—'ওয়াইএমসিএ' এবং 'মাচো ম্যান' প্রায়ই ব্যবহার করতেন।
ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে জানায়, "আমরা জানি যে এটি শুনে কিছু মানুষ খুশি হবেন না। তবে আমরা বিশ্বাস করি, রাজনীতি নির্বিশেষে সঙ্গীত সবার জন্য হওয়া উচিত।"
তারা আরও যোগ করে, "আমাদের গান 'ওয়াইএমসিএ' একটি বৈশ্বিক সঙ্গীত, যা আমরা আশা করি এ বিভক্তির সময়ে সবাইকে একত্রিত হতে সাহায্য করবে।"
রোববারের সমাবেশ এবং সন্ধ্যার বল অনুষ্ঠানে আরও অনেক শিল্পী অংশ নেবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম কিড রক, বিলি রে সাইরাস, জেসন অ্যালডিন এবং রাসকাল ফ্ল্যাটস। এছাড়া গ্যাভিন ডিগ্রাওর পরিবেশনাও থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে দেখা যাবে?
উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখার চাহিদা সবসময়ই বেশি থাকে এবং টিকিট পাওয়া অত্যন্ত কঠিন।
কংগ্রেস সদস্যরা নির্দিষ্ট সংখ্যক টিকিট পান, যা তারা তাদের নির্বাচনি এলাকার মধ্যে বিতরণ করেন। এ টিকিট বিনামূল্যে হলেও এগুলো অত্যন্ত সীমিত এবং সহজলভ্য নয়।
যদি কেউ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারেন, তবে অনুষ্ঠানটি দূর থেকে দেখার জন্য বেশ কিছু বিকল্প ব্যবস্থা রয়েছে।
হোয়াইট হাউস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
বিবিসি তাদের টিভি নিউজ চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিবিসির ওয়েবসাইটে আন্তর্জাতিক দর্শকেরা অনুষ্ঠানটির লাইভ স্ট্রিম দেখতে পারবেন।