ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ এড়াতে বিকল্প পথ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গত শনিবার সকাল থেকে অবরোধ করে রেখেছে। এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ যানজটের দুর্ভোগ এড়াতে যাত্রীদের বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করেছে গাজীপুর মহানগর পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান এ তথ্য জানান।
মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত সড়কের বিকল্প হিসেবে বেশ কয়েকটি সড়ক ও উপসড়ক রয়েছে।
সূত্র জানায়, যে সকল যাত্রী টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছেন অথবা ঢাকা থেকে টাঙ্গাইলের মধ্যে পথে যাত্রা করছেন তারা চাইলে, গাজীপুর মহানগরীর দক্ষিণপ্রান্তে তুরাগ নদীর পাশ দিয়ে টঙ্গী- আশুলিয়া-চন্দ্রা সড়ক ব্যবহার করতে পারেন। এ সড়ক দিয়ে সহজেই টাঙ্গাইল এলাকার মানুষজন ঢাকায় যাতায়াত করতে পারেন। এছাড়া ময়মনসিংহ এলাকার লোকজন, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলস্টেশন পার হয়ে ধীরাশ্রম-বনমালা হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় দিয়ে বের হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যুক্ত হতে পারেন।
তবে, জয়দেবপুর- ধীরাশ্রম-বনমালা সড়কটি সরু হওয়ায় বড় বড় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন গুলো জয়দেবপুর রাজবাড়ী রোড দিয়ে ধীরাশ্রম অতিক্রম করে বাইপাস আঞ্চলিক মহাসড়ক ধরে পুবাইল হয়ে ৩০০ ফিট দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারেন।
এছাড়াও যাত্রীরা চাইলে, জয়দেবপুর রেল স্টেশন থেকে ট্রেনে ঢাকা আসা-যাওয়া করতে পারেন।