আজিমপুরে ডাকাতির সময় সঙ্গে নিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার
গতকাল (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুর থেকে অপহৃত আট মাসের শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
একইসঙ্গে শিশুটিকে অপহরণের মূল সন্দেহভাজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং ইউনিটের মিডিয়া অফিসার এএসপি মোত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিকে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে অপারেশনের বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে, শুক্রবার রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ভাড়াটিয়া সেজে সাবলেট ওঠার পর, ২৪ ঘণ্টার ব্যবধানে টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি এক শিশুকে ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।
পুলিশ সূত্রে জানা যায়, স্টাফ কোয়ার্টারের একটি বাসায় স্বামী ও সন্তানকে নিয়ে থাকেন ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।
বৃহস্পতিবার তাদের বাসায় সাবলেট হিসেবে ওঠেন এক নারী। শুক্রবার সকালে ওই নারীকে সহযোগিতায় তিনজন 'ডাকাত' বাসায় প্রবেশ করে নগদ টাকা ও ভরি স্বর্ণালংকার লুট করে।
এরপর বাসা ত্যাগ করা সময় ফারজানার কোলে থাকা শিশু সন্তানকেও ছিনিয়ে নিয়ে যায় তারা।