খেজুর আমদানিতে শুল্ক-কর ২৫ শতাংশ কমিয়েছে রাজস্ব বোর্ড
আসন্ন রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক-কর প্রায় ২৫ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিদ্যমান ৬৪ শতাংশ শুল্ক-কর কমিয়ে ৩৯ শতাংশ করার কথা জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আমদানি পর্যায়ে শুল্ক-কর হ্রাসের ফলে খেজুরের আমদানি ও বাজারে সরবরাহ বাড়বে এবং খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করে রাজস্ব বোর্ড।'
এতদিন খেজুর আমদানিতে ২৫ শতাংশ আমদানি শুল্ক, ১০ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অ্যাডভান্স ট্যাক্স (এটি), এবং ভ্যাটসহ মোট করভার ছিল প্রায় ৬৪ শতাংশ।
নতুন আদেশে আমদানি শুল্ক ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ৩ শতাংশ এবং এটি প্রত্যাহার করে মোট করভার সবমিলিয়ে প্রায় ২৫ শতাংশ কমানো হয়েছে।
বাংলাদেশে রমজান উপলক্ষ্যে ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে খেজুর।