১৫ বছরে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ তদন্তে কমিশন গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর
গত ১৫ বছরে সংখ্যালঘুদের ওপর হওয়া প্রতিটি হামলা খতিয়ে দেখতে সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। আজ বুধবার বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে আমার দেশ পার্টির সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান ফুয়াদ এ কথা জানান।
চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ফুয়াদ বলেন, কয়েকটি দল অপপ্রচার মোকাবেলায় একটি পিআর সেল গঠনেরও পরামর্শ দিয়েছে।
তিনি জানান, একটি রাজনৈতিক দলের প্রধান ও সাবেক এক সামরিক কর্মকর্তা ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে এবং প্রতিবেশি দুই দেশের সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান।
ফুয়াদ আরও জানান, বৈঠকে ড. ইউনূস উপস্থিত নেতৃবৃন্দের কাছে ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং সাম্প্রতিক দিনগুলোতে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ- এ তিনটি বিষয়ে মতামত চান।
সব রাজনৈতিক দল এসব বিষয়ে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলেও জানান তিনি।
বৈঠকে ড. ইউনূস বলেন, যারা আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের আমরা সরিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, "তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণঅভ্যুত্থান পছন্দ করে না এবং এটিকে মুছে ফেলতে চায়। তারা এতটাই শক্তিশালী যে তারা মানুষকেও প্রভাবিত করতে পারে। এসব ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের বিশ্বকে দেখাতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতা অর্জন করেছি।"