দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে রাজনৈতিক দলগুলো: আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ভিন্ন মত, মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি থাকলেও দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব ও স্বাধীনতার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার শাসনামলে স্বাক্ষরিত সব গোপন চুক্তি প্রকাশের দাবিও জানিয়েছে।
চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আসিফ নজরুল বলেন, ভারতের প্রচারণার জবাব দিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি জাতীয় সমাবেশ করার প্রস্তাব এসেছে। এ সভার মূল সূর ছিল, আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু দেশ-সার্বভৌমত্ব-অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। এটা একটি জাতীয় সমাবেশের মধ্য দিয়ে, রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে।