ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪, জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে চারজন নিহতের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড়া দেওয়ার অবকাশ নেই।
আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম সচিবালয়ে তাবলীগের শুরায়ে নেজামী (মাওলানা জোবায়ের) ও ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের চারজন নিহতের কথা জানান।
এর আগে বুধবার ভোররাত ৩টার দিকে বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-টঙ্গী বিভাগ) এন এম নাসিরুদ্দিন একটি জাতীয় দৈনিককে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর এলাকার আমিনুল ইসলাম বাচ্চু মিয়া (৭০), বগুড়ার তাইজুল ইসলাম ও ফরিদপুর সদর কুঠিবাড়ি কমলাপুরের মৃত আবদুস সামাদ শেখের ছেলে বিল্লাল হোসেন (৬০)। বিল্লাল রাজধানীর বাড্ডার বেরাইত এলাকায় থাকতেন। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।
আজ দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের যে চারজন ভাই গতরাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুকিচিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব।
হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মো. মামুনুল হকও চারজন নিহতের কথা জানান।
আজ সকালে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছিলেন, তাদের হাসপাতালে এখন পর্যন্ত একজন নিহত ও অসংখ্য লোক আহত হয়ে এসেছেন। আহত আরও মানুষ হাসপাতালে আসছেন।
এদিকে জোবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান দাবি করেন, তাদের পক্ষের দুজন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে আরও একজন মারা গেছেন।
হাবিবুল্লাহ রায়হান জানান, আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
"বর্তমানে দাওয়াত ও তাবলিগের মারাত্মকভাবে আহত ও মুমূর্ষু শত শত সাথী আহসান উল্লাহ মাস্টার মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন," যোগ করেন তিনি।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) ইলতুৎমিশ বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার সাথে সাথেই পুলিশ কাজ শুরু করেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়েছেন।"