রাজশাহীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, নওগাঁ-রুটে বাস চলাচল বন্ধ
বাস শ্রমিকদের সাথে দ্বন্দ্বের জেরে রাজশাহী নওহাটার ব্রিজ এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। দুপুর ১২টা থেকে সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এর ফলে রাজশাহী থেকে শুধু নওগাঁ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ থেকে ছেড়ে আসা বাস রাজশাহীর মোহনপুর পর্যন্ত এসে আবার নওগাঁয় ফিরে যাচ্ছে। এছাড়া সড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিএনজি চালকরা বলছেন, গতকাল সকালে রাজশাহীর রেলগেট এলাকায় সিএনজি স্ট্যান্ডে এসে বাস শ্রমিকরা তাদের ওপর আক্রমণ করে তাদের ২০ থেকে ৩০ টি সিএনজি ভাঙচুর ও চালকদের আহত করেছে। তানোরের সিএনজি চালকদের গণ্ডগোলের সূত্র ধরে তারা আমাদের ওপর যে হামলা চালিয়েছে তা ন্যাক্কারজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন এর বিচার করতে না পারলে তারা আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়েছেন।
রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আজ সকালে বাস চলাচল করার সময় তারা নওহাটায় দুইটি বাস ভাঙচুর করেছে বাস চালক ও হেল্পারদের মারধর করেছে। এজন্য আতঙ্কে ওই রুটে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁর বাস মোহনপুর পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।