তাবলিগ জামাতের দুইপক্ষকে নিজ নিজ মসজিদে কার্যক্রম পরিচালনার নির্দেশ
তাবলিগ জামাতের মাওলানা সাদ পন্থী ও মাওলানা জুবায়ের পন্থীদের জেলা ও উপজেলা পর্যায়ে নিজ নিজ মসজিদে কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। দুইপক্ষ যাতে এক মসজিদে অবস্থান করে কোনো ধরনের বিবাদে জড়িয়ে না পড়ে, সেজন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদ এর অনুসারীরা আগে জেলা ও উপজেলায় যেসব মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছে, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষ দুটিকে সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, রাজধানীর কাকরাইল মসজিদে রাত যাপনসহ তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের বিরত থাকার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে, বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দলভি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হন।