গাজীপুরের কেয়া নিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের জেরে গাজীপুরের কোনাবাড়ি এলাকার কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) কারখানা বন্ধের নোটিশের পর উত্তেজিত শ্রমিকেরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকেরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছিলেন। সোমবার সকালে কয়েক হাজার শ্রমিক কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
নোটিশ পাওয়ার পর শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ি ফ্লাইওভারের পাশে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর কাশিমপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, নোটিশে বলা হয়েছে ১৫ জানুয়ারির মধ্যে বেতন পরিশোধ করা হবে।
'শ্রমিকেরা স্বাভাবিকভাবে তাদের বেতন চান। তবে মালিক আর্থিক অবস্থার কারণে বেতন দিতে পারছেন না। তিনি কারখানায় আসেন না। শ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেছেন,' বলেন তিনি।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, গত ২৬ ডিসেম্বর কিছু শ্রমিক 'অযৌক্তিক ও বেআইনি দাবিতে' উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। শ্রমিকদের কাজ করতে অনুরোধ করলেও তারা কাজে যোগ দেননি। পরে অন্যান্য ইউনিটের শ্রমিকেরাও কাজ বন্ধ করে দেন।
বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় কারখানার জানমালের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে শ্রম আইনের ধারা অনুসরণ করে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়েছে, শ্রমিকদের বকেয়া বেতন আগামী ১৫ জানুয়ারির মধ্যে পরিশোধ করা হবে। কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা পুনরায় চালুর তারিখ জানানো হবে।