জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: শফিকুল আলম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বতী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় শফিকুল আলম বলেন, 'জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে।'
তিনি বলেন, 'আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।