জেলা প্রশাসক পদে আবার পরিবর্তন আসছে; নতুন নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরির প্রক্রিয়া শুরু
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া জেলা প্রশাসকদের (ডিসি) পদায়নের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই পুনরায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ডিসি পদে পদায়নের জন্য নতুন ফিট লিস্ট তৈরিতে বিসিএস ২৫তম ব্যাচের ২৫ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, সাক্ষাৎকারে অংশগ্রহণে ইচ্ছুক নয় এমন কর্মকর্তাদের জন্য এটি বাধ্যতামূলক নয়।
বর্তমানে প্রশাসন ক্যাডারের বিসিএস ২৪, ২৫ ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা ডিসি পদে কর্মরত রয়েছেন। নতুন প্রক্রিয়ায় ২৫ এবং ২৭তম ব্যাচ থেকে ডিসি পদে নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
প্রশাসন ক্যাডারে বিসিএস ২৫তম ব্যাচে ১৯৫ জন এবং ২৭তম ব্যাচে ২৭৭ জন কর্মকর্তা রয়েছেন।
এর আগে, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে তড়িঘড়ি করে নতুন কর্মকর্তাদের ডিসি পদে নিয়োগ দেয়। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান গত ২৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, 'ডিসি নিয়োগ নিয়ে বিতর্ক আছে। নতুন ফিট লিস্ট তৈরির কাজ শুরু হবে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ডিসি দেওয়া হবে।'